
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিয়ে নেমে উইকেটে ধস নামে বাংলাদেশের। মালিঙ্গার দলিয় ও ব্যাক্তিগত প্রথম ওভারে ১ রান দিয়ে ২ উইকেট শিকার করে।
ইনিংসের প্রথম বলে তামিম ১ রান নিয়ে প্রান্ত বদল করে। এর পর ওভারের ৫ম বলে ০রানে সাজঘড়ে ফিরে যায়। এর পর সাকিব নেমে প্রথম বলে মালিঙ্গার বলে বোল্ট হয়ে আউট হয়।
এর পর মুশফিক ও মিথুন এগিয়ে নিয়ে যায় বাংলাদেশকে। ২৫.৩ ওভারে দলিয় ১৩৪ রানে ব্যাক্তিগত ৬৩ রানে মালিঙ্গার বলে আউট হয় মিথুন। তখন মাঠে নামে মাহমুদুল্লাহ। কিন্তু মাহমুদুল্লাহ মাঠে দাড়িয়ে থাকতে পারেনি। ব্যাক্তিগত ১ রান করে আমিলা আপোন্সো বলে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘড়ে ফিরে যায় রিয়াদ।
মাহমুদুল্লাহ আউট হওয়ার পর মুসাদ্দেকও মাঠে থাকতে পারেনি। ১ রান করে মালিংঙ্গার বলে ক্যাচ আউট হয়। এর পর মাঠে নামে মেহেদি হাসান মিরাজ। কিন্তু ব্যাক্তিগত ১৫ রান করে সেও ফিরে যায়।
এর পর মাশরাফিকে সঙ্গী করে এগিয়ে যায় মুশফিক। কিন্তু এই পথ বেশি লম্বা হয় নি। ধনঞ্জয়া ডি সিলভার বলে ১১ রান করে আউট হয় মাশরাফি। মাশরাফির পর ২ রান করে আউট হয় রুবেল। রুবেলের পর ১০ রান করে আউট হয় মুস্তাফিজ।
মুস্তাফিজ আউট হলে আবারও মাঠে নামে তামিম। তামিম উইকেটের এক প্রান্তে দাড়িয়ে থেকে মুশফিককে রান করার সুযোগ করে দেয়। মুশফিকের ১৪৪ রানের উপর ভর করে ৪৯.৩ ওভার খেলে ২৬১ রান করে বাংলাদেশ। শ্রীলংকাকে ২৬২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাটিংঃ
রানঃ ২৬১
ওভারঃ ৪৯.৩
উইকেটঃ ১০
শ্রীলংকা বলিংঃ
মালিংঙ্গা ৪ উইকেট
ধনঞ্জয়া ডি সিলভার ২ উইকেট
আমিলা আপোন্সো ১ উইকেট
লাকমল ১ উইকেট
পেরেরা ১ উইকেট
