আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে হংকং। তুলনামূলক ভাবে হংকং ছোট দল হলেও হালকা বাবে নিচ্ছে না পাকিস্তান। আর তাই হংকং এর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ

  1. ইমাম উল হক,
  2. ফখর জামান,
  3. বাবর আযম,
  4. শোয়েব মালিক,
  5. ফামিম আশরাফ,
  6. সরফরাজ আহমেদ(ক্যাপটেন ও উইকেটরক্ষক),
  7. আসিফ আলী,
  8. সাদাব খান,
  9. হাসান আলী,
  10. মোহাম্মদ আমির,
  11. আফ্রিদি।