এশিয়া কাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। এদিন শ্রীলংকার বিপক্ষে মুশফিক, মিথুনের ব্যাটিং ও তামিমের সাহসিকতায় ১৩৭ রানের বিশল ব্যাবধানে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেয়ে সেমি-ফাইনালের পথা এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে আজকেই বাংলাদেশের সেমি-ফাইনাল নিশ্চিত হতে পারে। আপনারা ভাবছেন কি ভাবে?

আজ এশিয়া কাপের তৃতীয় সেই সাথে শ্রীলংকার দ্বিতীয় ও আফগানিস্তান প্রথম ম্যাচে মাঠে নামবে। বাংলাদেশের বিপক্ষে পরাজিত হয়ে সেমি-ফাইনাল থেকে পিছিয়ে আছে। তাই এশিয়া কাপে টিকে থাকতে চাইলে শ্রীলংকার জয় ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই তারা জয় ছিনিয়ে নিতে চাইবে।

অন্যন দিকে আফিগানিস্তান শ্রীলংকাকে পরাজিত করে সেমিফাইলাম নিশ্চিত করতে চাইবে। তাই যদি আফগানিস্তানের কাছে শ্রীলংকা পরাজিত হয় তাহলে এই আসর থেকে বিদায় নিতে হবে হাতুরেসিংহের ছাত্রদের। তখন বি গ্রুপ থেকে সেমি-ফাইনালে চলে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান।

আর গ্রুপ পর্বের বাংলাদেশ ও আফগানিস্তানের শেষ ম্যাচটি হবে গ্রুপ চ্যাম্পিয়ান্স এর লড়াই।