এশিয়া কাপের ২০১৮ আসরের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। আজ দুই দলের লক্ষ থাকবে জয় লাভ করার। কেন আজ শ্রীলংকা পরাজিত হলে আসর থেকে বিদায় নিতে হবে। অন্যন দিকে আফগানিস্তান জয়লাভ করলে সেমি-ফাইনাল নিশ্চিত করবে। তাই দুই দল শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে।

দেখেনিন দুই দলের সম্ভব্য একাদশঃ

শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ) :-

  1. উপল থারাংগা,
  2. কুশল মেন্ডিস,
  3. কুশল পেরেরা (উইকেটরক্ষক),
  4. ধনঞ্জয় ডি সিলভা,
  5. এঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক),
  6. দাসুন শানাকা,
  7. থিসারা পেরেরা,
  8. দিলরুয়ান পেরেরা,
  9. সুরংগা লাকমল,
  10. লাসিথ মালিংগা,
  11. আমিলা আপোনসো।

আফগানিস্তান (সম্ভাব্য একাদশ) :-

  1. ইহসানুল্লাহ,
  2. মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক),
  3. রহমত শাহ,
  4. আসগর আফগান (অধিনায়ক),
  5. সামিউল্লাহ শেনওয়ারি,
  6. মোহাম্মদ নবী,
  7. নাজিবুল্লাহ জাদরান,
  8. আফতাব আলম,
  9. সৈয়দ শিরজাদ,
  10. রাশিদ খান,
  11. মুজিব উর রহমান।