এশিয়া কাপের ২০১৮ আসরের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। আজ দুই দলের লক্ষ থাকবে জয় লাভ করার। কেন আজ শ্রীলংকা পরাজিত হলে আসর থেকে বিদায় নিতে হবে। অন্যন দিকে আফগানিস্তান জয়লাভ করলে সেমি-ফাইনাল নিশ্চিত করবে। সেই লক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

Sri Lanka (Playing XI):

  1. Upul Tharanga,
  2. Kusal Mendis,
  3. Kusal Perera(w),
  4. Dhananjaya de Silva,
  5. Angelo Mathews(c),
  6. Dasun Shanaka,
  7. Thisara Perera,
  8. Shehan Jayasuriya,
  9. Akila Dananjaya,
  10. Lasith Malinga,
  11. Dushmantha Chameera.