ম্যাচ শুরুর আগে রশিদ খান বলেছিলেন যে, শ্রীলঙ্কাকে বিদায় করে দেওয়ার জন্যই মাঠে নামবো আমরা। আজ যেন সেই সত্য কথাই প্রমান হতে চললো।

কিছুদিন আগে আইসিসির পূর্ণ সদস্য হওয়া আফগানিস্তানের ব্যাপারে সবার একি অভিযোগ আফগানরা বড় বড় কথা বলে। আজ যেন তাদের সেই বড় কথার প্রমানেই দিলো তারা।

আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্য বেধে দেয় আফগানরা। আর শ্রীলঙ্কা দল অলআউট হয়ে যায় ১৫৮ রানে। আর আফগানিস্তান এই ম্যাচ জিতলো ৯১ রানে। আর এতে করেই বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার।

বিস্ময়কর স্পিনার মুজিব-উর রহমান নিয়েছেন ২ উইকেট। রশিদ খান, মোহাম্মদ নবি এবং গুলবাদিন নাইব নিয়েছেন ২টি করে উইকেট। ২জন হয়েছেন রান আউট।