চলতি মাসের গত ১৫ তারিখ থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে শ্রীলংকা। এই ম্যাচে মিথুনের ৬৩ রান ও মুশফিকের ১৪৪ রানের ইনিংসে শ্রীলংকাকে ২৬২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ২৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৪ রানে অল আউট হয় চন্ডিকা হাতুরেসিংহের দল। বাংলাদেশ জিতে যায় ১৩৭ রানে। বাংলাদেশের বিপক্ষে পরাজিত হয়ে এশিয়া কাপ থেকে কিছুটা পিছিয়ে যায় শ্রীলংকা।

এর পর টুর্নামেন্টে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে শ্রীলংকা। এই ম্যাচে শ্রীলংকাকে ২৫০ রানের টার্গেট দেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৮ রানে অল আউট হয় শ্রীলংকা।

এতে করে টুর্নামেন্টের দুই ম্যাচের দুইটিতেই পরাজিত হয়ে এশিয়া কাপের প্রথম দল হিসেবে বিদায় নেয় শ্রীলংকা। বি গ্রুপ থে সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও শ্রীলংকার।