এশিয়া কাপে এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোর নিশ্চিত করেছে টুর্নামেন্টের চার দল। তাই তেমন কিছু হিসাব নিকাশ করার নেই। তবে আগে সূচীতে একটু ঝামেলা থাকায় এশিয়া কাপে সুপার ফোরের আগের সূচী পরিবর্তন করে নতুন সুচী প্রকাশ করেছে এসিসি।

এক নজরে এশিয়া কাপের সুপার ফোরের চূড়ান্ত সূচি:

২১ সেপ্টেম্বর (শুক্রবার),বাংলাদেশ-ভারত, দুবাই।

২১ সেপ্টেম্বর (শুক্রবার), পাকিস্তান-আফগানিস্তান, আবুধাবি।

২৩ সেপ্টেম্বর (রবিবার)ভারত-পাকিস্তান, দুবাই।

২৩ সেপ্টেম্বর (রবিবার) বাংলাদেশ- আফগানিস্তান, আবুধাবি।

২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভারত – আফগানিস্তান, দুবাই।

২৬ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ-পাকিস্তান, আবুধাবি।

২৮ সেপ্টেম্বর, (শুক্রবার) ফাইনাল, দুবাই।

সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।