
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এর আগে শ্রীলংকাকে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। আজ গ্রুপ চ্যাম্পিয়ান্স নির্ধারণ করতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। কিন্তু এই ম্যাচের আগেই হঠাৎ পদত্যাগ করেন আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) প্রধান আতিফ মাশাল!
২০১৭ সালে পাঁচ বছরের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পান আতিফ। মাত্র আড়াই বছরের মাথায় সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, সরকারের অন্য একটি বিশেষ পদে তাকে নিয়োগ দেওয়ার কারণেই বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি। তার জায়গায় এসিবির দায়িত্ব নেবেন আফগানিস্তান বোর্ডের সাবেক সহ সভাপতি আজিজ উল্লাহ ফজলে।
