
আজ শেখ জায়েদ ষ্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান৷ আজকে বাংলাদেশ দলে রয়েছে বেশ কিছু পরিবর্তন ৷ ইন্জুরীর কারনে আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল৷ এছাড়াও আগামী কাল ভারতের সাথে ম্যাচ থাকায় বিশ্রামে থাকবেন মুশফিক মোস্তাফিজ সাকিব৷ এ ম্যাচে অভিষেক হচ্চে নাজমুল ইসলাম শান্তর। একাদশে ফিরছে মমিনুল।
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দেখেনিন একাদশঃ
- লিটন দাস,
- নাজমুল হাসান শান্ত,
- মমিনুল হক,
- মিঠুন
- সাকিব আল হাসান,
- মাহমুদুল্লাহ,
- মুসাদ্দেক হোসেন
- মেহেদি মিরাজ,
- মাশরাফি,
- আবু হায়দার রনি,
- রুবেল।
