
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আফগান। শুরুতেই আফগান শিবিরে জোড়া আগাত হানে রনি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ইহসানুল্লাহকে হারায় আফগানিস্তান। পেসার আবু হায়দার রনির বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যায় ইহসানুল্লাহ। ইহদানুল্লাহ আউট হওয়ার পর ৫৫.৫ বলে রহমত শাহকে ফেরায় রনি।
তার কিছুখন পর আফগান শিবিরে টানা তিনটি আঘাত করে সাকিব। আফগান ওপেনারকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে সাকিব। রনির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে যায় শাহজাদ। শাহজাদ আউট হওয়ার পর সাকিবের বলে আউট হয় আফগান অধিনায়ক আসগর। আসগর আউট হওয়ার কিছুখন পর ৩৩.২ ওভারে সামিউল্লাহ হারায় আফগানিস্তান।
সাকিবের পর আঘাত হানে রুবেল। দলীয় ১৫০/৬ রানে হাসমতউল্লাহে লিটনের হাতে ক্যাচ আউটের ফাঁদে ফেলে রুবেল। এর পর মোহাম্মাদ নবীকে মাঠে থাকতে দেয়না সাকিব। দলিয় ১০ রান যোগ করার পর নবীকে এলবিডাব্লিও ফাঁদে ফেলে সাকিব।
সব কয়টি ওভার খেলে ১৫৫ রান করে আফগানিস্তান। বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দেয়।
দলের হয়ে সাকিব নেয় ৪ উইকেট। রনি ২টি ও রুবেল ১টি উইকেট নেয়।
দলের হয়ে সর্বোচ্চ রান করে হাসমতউল্লাহ ৫৮ রান, রশিদ ৫৭ রান, গুলবদীন ৪২ রান, সেহজাদ ৩৪ রান। আর কেউ তেমন রান করতে পারেনি।
