এশিয়া কাপে ভারতীয় শিবিরে দিয়েছে ইঞ্জুরির হানা। একই সাথে ইঞ্জুরিতে পড়েছে ভারতীয় তিন ক্রিকেটার। গতকাল পাকিস্তানের বিপক্ষে  কোমরে ব্যাথা পান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় হার্দিককে।

আজ বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এশিয়া কাপে আর খেলা হচ্ছেনা পান্ডিয়ার। তার বদলে ভারতীয় স্কোয়াডে ঢুকেছেন দিপক চাহার।

পাকিস্তানের বিপক্ষে পান্ডিয়ার বদলী ফিল্ডিং করার সময় বাঁহাতের আঙুলে চোট পান বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল। তাই তার বদলী হিসাবে দলে ঢুকেছেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘদিন ওয়ানডে দলের বাইরে থাকা রবীন্দ্র জাদেজা।

এছাড়া হংকংয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। এশিয়া কাপের বাকিটা সময়ে তারও খেলার সুযোগ নেই। তার বদলী হিসাবে দলে ঢুকছেন সিদ্ধার্থ কল।