
১৪তম এশিয়া কাপ ক্রিকেটের আসর বসবে আমিরাতে। এর আগে টানা তিন বার ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশে। সফলভাবে এশিয়া কাপ আয়োজন করে সাড়া ফেলেছিল বাংলাদেশ। এবার ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বন্দ্বে আয়োজক হওয়ার সুযোগ পেলো আরব আমিরাত।
চলতি বছরের ১৩ থেকে ৩০ সেপ্টেম্বর আসন্ন আসরের সময় সূচি ধরা হয়েছে। বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর। মূল পর্বের ফাইনাল হবে ৩০ সেপ্টেম্বর।
ক্রিকটেকারের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের সঙ্গে খেলতে হলে কোয়ালিফাই খেলতে হবে দলটিকে। যেখানে অংশ গ্রহণ করবে ৬টি দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, নেপাল, ওমান ও আরব আমিরাত। এখান থেকে চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে ১৪তম এশিয় কাপে।
গ্রুপ ‘এ’ :
১) ভারত,
২) পাকিস্তান
৩) বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল।
গ্রুপ ‘বি’ :
১) বাংলাদেশ,
২) শ্রীলঙ্কা
৩) আফগানিস্তান।
