আগামীকাল এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। তারা সব কয়টি ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান করে।

আফগানের দেওয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। এতে করে ১৩৬ রানের বিশাল ব্যাবধানে জয় পায় আফগানিস্তান।

ম্যাচ শেষ আফগান অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন ম্যাচ ছিল। আমরা আমাদের টপ অর্ডারের ২ উইকেট সহজেই বিলিয়ে দিয়েছিলাম। এমনকি আমাদের মিডেল অর্ডারও ব্যাট হাতে খুবই বাজে ছিল। আমরা গত কয়েকটি ম্যাচে শেষটা ভালো করতে পারিনি। কিন্তু রশিদ এবং নায়িব শেষের ৭-৮ ওভারে খুবই দূর্দান্ত ব্যাট করে শেষটা ভালো করেছে। যদি আমরা ২৩০+ রান করতে পারি তাহলে এটা খুবই কঠিন হবে আমাদের বিপক্ষ দলের জন্য। কারণ আমাদের খুবই ভালো ফিল্ডিং এবং দূর্দান্ত বোলিং আছে।’