
আগামীকাল এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। তারা সব কয়টি ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান করে।
আফগানের দেওয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। এতে করে ১৩৬ রানের বিশাল ব্যাবধানে জয় পায় আফগানিস্তান।
এই ম্যাচে বিশ্রামে ছিলো মুশফিক ও মুস্তাফিজ। আর তামিমত ইঞ্জুরির কারণে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এগুলোকে কোন অযুহাত হিসেবে নেয়নি মাশরাফি।
মাশরাফি বললেন, ‘কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। যারা খেলেছে, তারাও আমাদের সেরা স্কোয়াডের ক্রিকেটার। এই পর্যায়ে খেলার মতো বলেই ওরা আছে। কাজেই অজুহাত চলে না। আমাদের পারফরম্যান্সই ছিল হতাশাজনক।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে মনে হয় না ফোকাস কম ছিল। জিততেই চেয়েছিলাম আমরা। ৪০ ওভার পর্যন্ত আমরা ঠিকঠাকই ছিলাম। তার পর ওরা এগিয়ে গেছে।’
‘সংশয় বলতে, একটা ব্যাপার ছিল যে আজকে খেলে আবার কালকে খেলতে হবে। কিভাবে ম্যাচটিকে নেব আমরা, এটি বোঝার ব্যাপার ছিল। তবে হেরে যাওয়ার পর অজুহাত দিয়ে লাভ নেই।’
