আজ সপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। খেলাটি শুরু হবে আজ বিকাল ৫.৩০ মিনিটে। এই ম্যাচটি জিতে এগিয়ে থাকতে চাইবে ভারত।

তার আগে দেখেনিন ভারতের সম্ভাব্য একাদশ:

  1. রোহিত শর্মা (অধিনায়ক),
  2. শিখর ধাওয়ান,
  3. অম্বাতি রায়ডু,
  4. দীনেশ কার্তিক,
  5. ধোনি (উইকেটকিপার),
  6. কেদার যাদব,
  7. রবীন্দ্র জাদেজা,
  8. ভুবনেশ্বর কুমার,
  9. কুলদীপ যাদব,
  10. যুজবেন্দ্র চাহাল,
  11. জাসপ্রীত বুমরাহ।