
এশিয়া কাপে সুপার ফোররের ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক। ভারতের আমন্ত্রনে সারা দিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট বিলিয়ে দিতে থাকে বাংলাদেশ। শুরুতেই আউট হয় লিটন। লিটনের পর বেশিখন মাঠে থাকতে পারেনি আরেক ওপেনার শান্ত। এর পর সাকিব, মিথুন, মুশফিক, মাহমুদুল্লাহ, মুসাদ্দেক কেউ মাঠে টিকটে পারেনি। ৩৩.২ ওভেরে দলীয় ১০১ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।
এর পর মাশরাফি ও মিরাজ কিছু দুর পর্যন্ত নিয়ে যায় খেলাটি। দলীয় ১৬৭ রানের মাথায় ব্যাক্তিগত ২৬ রান করে আউট হয় মাশরাফি। মাশরাফির পর মিরাজও ৪২ রান করে আউট হয়। এর পর মুস্তাফিজও আউট হয়ে যায়।
সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৩। ভারতকে ১৭৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে মিরাজ ৪২ রান, মাশরাফি ২৬, মাহমুদুল্লাহ ২৫, মুশফিক ২১ রান করে। আর কেউ তেমন রান করতে পারেনি।
ভারতের হয়ে জাদেজা ৪ উইকেট, ভুবনেশ্বর ও বুমরাহ নেয় ৩টি করে উইকেট।
