
এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে ভারতের বিপক্ষে কোন প্রশ্নেরই উত্তর দিতে পারেনি টাইগাররা। হেরেছে কোন প্রতিরোধ ছাড়াই। আর এমন হারের পর বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এক ভারতীয় ক্রিকেট ভক্ত।
কার্তিক ইয়ান নামে ঐ লোকটি বাংলাদেশের নাম বিকৃত করে ভিক্ষুক দেশ উল্লেখ করে বলেন, ভিক্ষুকদেশের উচিত জামাকাপড় ধোয়া এবং ঘরবাড়ি পরিষ্কার করা। ক্রিকেট তাদের জন্য নয়।
সেখানে কানাই পার্থ নামে আরেক ভারতীয় ভক্ত লিখেন, অভদ্র হওয়ার প্রয়োজন নেই। যখন ভারত ইংল্যান্ডে গিয়ে খারাপ খেলল, তখন আমরা কোথায় ছিলাম আর তোমার কমেন্ট তখন কোথায় ছিল?
