এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে উভয় দল। দুবাইয়ের মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ফাইনাল নিশ্চিত করার ম্যাচে মাঠে নামছে ভারত এবং পাকিস্তান। তবে মাঠে নামার আগে ভারতীয় বোলারদের সতর্ক করে দিলেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে পাকিস্তান। আর সেই ব্যর্থতার তালিকায় ছিলেন ওপেনার ইমাম উল হকও। তবে এবার বোমরাহ-জাদেজাদের ব্যাটিংয়ে সেরাটা দিয়েই ভোগাতে চান এই পাকিস্তানের ওপেনার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলিং বিভাগ আমাদের মূল অস্ত্র। ওদের দ্রুত অলআউট করে দিতে চাই। ভারতের বিপক্ষে ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করেছিল। কিন্তু আজকের ম্যাচে ওদের ভোগাতে চাই।’