গতকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মাশারাফি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে নি বাংলাদেশ। শুরু থেকেই উইকেট পরতে পারেনি বাংলাদেশের। অবশেষে মাহমুদুল্লাহও ইমরুল কায়েসের ব্যাটিংয়ে আফিগানদের ২৫০ রানের টার্গেট দেয় ম্যাশ বাহীনি।

জবাবে ব্যাট করতে নেমে সব কয়টি ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান করে আফগানিস্তান। ফলে তিন রানে জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ ৭৪ রানের ইনিংস খেলেন ও বল হাতে ১ উইকেট নেয় মাহমুদুল্লাহ। তাই তার হাতে উঠে ম্যান অফ দ্যা ম্যাচের পুরুস্কার।

পুরষ্কার নিতে এসে মাহমুদুল্লাহ বলেন ,’ আমরা এই ম্যাচ জিততে পারবো সেটা আমাদ্বের আগের থেকেই বিশ্বাস ছিলো। তবে এইখানে ফিজের(মোস্তাফিজের) আলাদা ভূমিকা ছিলো। শেষ ওভারে খুব চাপে থেকেই বল করেছিলো সে।’