এশিয়া কাপে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প ছিলো না বাংলাদেশের। এমন সমিকরণের আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ তবে শেষ ওভারে মোস্তাফিজের যাদুতে ৩ রানে জয় পায় বাংলাদেশে।

তবে এই ম্যাচে ১৯ বছর আগের রেকর্ড ভেঙ্গে নতুন ড়েকর্ড গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। শত রানের আগে ৫ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। চাপকে সামলে নিয়ে ইমরুল-মাহমুদুল্লাহর জুটিতে আফগানদের ২৫০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আর মাহমুদউল্লাহ ও ইমরুলের ষষ্ঠ উইকেট জুটি আসে ১২৮ রান।

অবশ্য রেকর্ড জুটি ভেঙেছে মাহমুদউল্লাহর বিদায়ে। ৮১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল ৮৯ বলে ৬ চারে ৭২ রানে অপরাজিত ছিলেন।