
এশিয়া কাপে সুপার ফোরে অলিখিত সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কেননা এই ম্যাচে যেই জিতবে সেই খেলবে এশিয়া কাপ ফাইনাল। আগামী ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিনিটে শুরু হবে এই ম্যাচটি। এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখান।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ৩৫ বার মাঠে নেমেছিলো বাংলাদেশ। তার ভিতর ৩১ রার জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। বাকি ৪ বার জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে পরিসংখান দেখে ভয় পাওয়ার কোন কারণ নেই। কেননা সর্বোশেষ ৩ বাররের দেখায় ৩টিতেই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ২০১৫ সালে ঘরের মাঠে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ।
সেই সময় তামিম, সৌম্য, মুশফিক শক্ত হারে পাকিস্তানি বলারদের দমন করে। বল হাতে পাকিস্তানি ব্যাটসম্যানদের বোকা বানায় সাকিব মাশরাফি।
এশিয়া কাপে তামিম নেই তবে সৌম্য, মুশফিক আছে। বলিংয়ে সাকিব, মাশরাফির সাথে আছে মুস্তাফিজ। সেই আত্নবিশ্বাসের সাথে মাঠে নামবে বাংলাদেশ। গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করে এখন আত্নবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। অপর দিয়ে গত ম্যাচে ভারতের বিপক্ষে পরাজিত হতে আত্নবিশ্বাসের তলানিতে পাকিস্তান।
