গতকাল আফগানিস্তানকে ৩ রানে পরাজিত করে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। আগামী ম্যাচে পাকিস্তানকে পরাজিত করতে পারলেই ফাইনালে বাংলাদেশ। গতকাল মুস্তাফিজের শেষ ওভারে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ২৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে আফগানিস্তানের প্রয়জন ছিলো ৮ রান। তখন বলিংয়ে পাঠানো হয় মুস্তাফিজকে। সেই ওভারে মুস্তাফিজ ৪ রান দিয়ে ৩ রানে জয় তুলে নেয় বাংলাদেশ।

তবে শেষ ওভারে মুস্তাফিজকে বল দেওয়া সময় তাকে কিছু বলেছিলো মাশরাফি। কিন্তু কি বলেছিলো? জানুন মুস্তাফিজের কাছ থেকে। ভক্তদের এই কথা জানানোর জন্য আজ ফেসবুকে পোষ্ট করে এই কথা জানায় মুস্তাফিজ।

দেখেনিন কি লিখেছে, “শেষ ওভারে যখন ৮ রান বাকি ছিল, মাশরাফি ভাই এটাই বলছিল যে, ‘আমরা অনেকবার ৮-৯ রান করতে গিয়ে হেরেছি। আজকে তুই জিতিয়ে দে।’ ভাই বলার সময় ভালো লাগছিল। পারতেছিলাম না (ক্র্যাম্প নিয়ে) শরীর নিয়ে, তবুও চেষ্টা করলাম যে কপালে থাকলে হবে। পাশে অপু ভাই ছিল, ভাইও বলছিল যে পারবি। আমি বললাম যে, ‘কপালে থাকলে হবে, না হলে নাই। সবসময়ই মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাই, সিনিয়র যারা আছে, সবাই কিছু বললে আমার ভালো লাগে।”