চলতি বছরের সেপ্টেম্বরের বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। ইতিমধ্যেই এশিয়া কাপের সূচি চুরান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। খুব তারাতারি ঘোষণা করা হবে এই সূচী। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ অক্টোবর।

এই টুর্নামেন্টের ম্যাচ গুলো হবে চারটি স্টেডিয়ামে। ভেন্যুগুলো হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামের আরো দুটি ভেন্যুতে খেলা হবে। বাংলাদেশ ছাড়া আসরের বাকি দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং আরব আমিরাত।

আর এই এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলনে ব্যাস্ত সময় কাটাচ্ছে জুনিয়র টাইগাররা। আগস্টের ১০ তারিখ পর্যন্ত চলবে এই অনুশীলন। এরপর ঈদের ছুটি শেষে আবারো অনুশীলন শুরু করবে তারা।