পাকিস্তানের বিপক্ষে আজ অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় মাঠে নামবে পাকিস্তান-বাংলাদেশ। এই ম্যাচের উপর নির্ভর করছে ফাইনাল খেলা। আর তাইতো এই গুরুত্বপুর্ণ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই টাইগারদের। এমনকি চোট দূরে সরিয়ে মাঠে নামতে প্রস্তুত মাশরাফিবাহিনী।

এবারের এশিয়া কাপে চোট নিয়েই যেন শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে ইনজুরি নিয়েই খেলে যাচ্ছেন বাংলাদেশ দলের তথা বিশ্বক্রিকেটেরই এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে তাকে দলে না পাওয়া মানে বাংলাদেশের অর্ধেক শক্তি কমে যাওয়া।

তবে শঙ্কার কিছু নেই। হাতে ইনজেকশন নিয়ে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অন্যদিকে চোটের সঙ্গে লড়ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যথা কমানোর ওষুধ খেয়েই মাঠে নামবেন তিনি। এছাড়া পাঁজরে মাঝেমধ্যেই ব্যথা অনুভব করছেন দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের মধ্যে কেবল সুস্থ আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে এই ইনজুরি নিয়েই দেশের জন্য লড়ে যাচ্ছেন তারা। কারণ তাদের হাতেই যে বাংলাদেশের ফাইনালের ভাগ্য। আর যদি তা সম্ভব হয় তাহলেই যে স্বপ্ন দেখা যাবে চ্যাম্পিয়ন হবার। ওই ট্রফিটি যে সব ব্যথা ভুলিয়ে দিয়ে পারে।