এশিয়া কাপের অলিখিত সেমি-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। ফাইনালে উঠার লক্ষে টাসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার সহ তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এই চাপ সামলে নিয়ে মুশফিক ও মিঠুন ১৪৪ রানের পাটনারশীপ গড়ে তুলে। এই পাটনারশীপ এখানেই থেমে যায় আউট হয় মিঠুন। আউট হওয়ার আগে ৮৪ বলে ৬০ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ছিলো চারটি চারের মার।

মিঠুন আউট হলে ইমরুল মাঠে নেমে ১০ বলে ৯ করে আউট হয়। এর পর সেঞ্চুরি থেকে ১ রান দুরে থাকতে আউট হয় মুশফিক। আউট হওয়ার আগে ১১৬ বলে ৯৯ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ছিলো ৯টি চারের মার।

মুশফিকের পর মাঠে থাকতে পারেনি মিরাজ। আউট হওয়ার আগে মিরাজের ব্যাট থেকে আসে ১২ রান। এর পর ৩১ বলে ২৫ রান করে আউট হয় মাহমুদুল্লাহ। রুবেল ১ রান, মাশরাফি ১৪ রান।

৪৮.৫ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৯ রান করে বাংলাদেশ। পাকিস্তানকে ২৪০ রান টার্গেট দেয়। দলের হয়ে একমাত্র ছয়টি মারে মাশরাফি।

দলের হয়ে মুশফিকের ৯৯, মিঠুন ৬৯, মাহমুদুল্লাহ ২৫ রান করে।

পাকিস্তানের হয়ে জুনায়েদ ৪ উইকেট, আফ্রিদি ২, হাসান ও সাদাব নেয় একটি করে উইকেট।