
এশিয়া কাপে অলিখিত সেমি-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। প্রথমে টসে জিতে ব্যাটিং করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে মুশফিক ও মিথুনের রানের উপর ভর করে ২৩৯ রান করে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের টার্গেট থাকে ২৪০ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশী বলারদের তান্ডবে সব কয়টি ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২০২ রান করে পাকিস্তান। যার ফলে ৩৭ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

এই ম্যাচ জয়ের পর বাংলাদেশকে শুভেচ্ছা জানায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমি আমাদের ক্রিকেটারদের শুভকামনা জানাই। এবং তার যেই জয়ের ধারা শুচনা করেছে তা যেন অব্যাহত থাকে। ইনশাআল্লাহ তারা আরও জিতবে। জয় আমারদের হবে।
