ইমরান খান তখন পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক ছিল। বাংলাদেশের সাথে টস করতে এসে কটাক্ষ করে বলেছিল, ওরা ব্যাটিং/বোলিং যেটা আগে চায় সেটা দিয়ে দাও! টস করার দরকার নাই!

গত কাল বাংলাদেশ ২৩৯ রান করার পর রমিজ রাজা বলছিল, পাকিস্তানের জন্য ২৩৯ রান খুবই লো স্কোর!

আজকের ম্যাচের আগে পাকিস্তানী পেসার হাসান আলী বলছিল বাংলাদেশকে অল আউট করতে হাসান আলীর ৫ ওভারই যথেষ্ট!

বাঙ্গালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নয়, নজরুলের বিদ্রোহী কবিতা নয়।

বাঙালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ “বাংলাদেশ জিতল, পাকিস্তান হারল”…

এই প্রজন্মের অনেকেই জন্টি রোডসের ফিল্ডিং দেখে নাই, আজকে মাশরাফি যেভাবে ক্যাচটা লুফে নিলো জন্টি রোডস ঠিক এভাবেই ফিল্ডিং করতো। ক্যাচ লুফে নিতে মাশরাফি সময় নিয়েছে মাত্র .৮৪ সেকেন্ড, ডাইভ দিয়েছে প্রায় ২.৩৫ মিটার! অবিশ্বাস্য!!

পাকিস্তানকে বাংলাদেশ শৈল্পিকভাবে এবং মহাকাব্য রচনা করে যেভাবে হারাতে পারে সেটা অন্য কেউ পারে না। আর এভাবেই অহংকারের পতন হয়। ৩৭ রানে বাংলাদেশের জয়।