
ভূতে ধরেছে বাংলার ওপেনারদের শান্ত,লিটন কিংবা সৌম্য সরকার, সবাই বেকার…কিছুতেই যখন কিছু হচ্ছে না, অবাক হবেন না যদি মাশরাফি নেমে পড়েন ওপেনিংয়ে ফাইনালে।
অবিশাষ্য মনে হচ্ছে! এশিয়া কাপে কত কিছুই না ঘটে গেল অবিশাষ্য। তামিমের ভাঙ্গা হাতের ব্যাটিং, সাকিবের ফাটা আংগুলে টানা বোলিং, পাজরের চোট নিয়ে মুশফিকের ধারাবাহিক ব্যাটিং, সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমরুলের ম্যাচ বাচানো ইনিংস, আফগানদের বিপক্ষে মুস্তাফিজের শেষ ওভারের বোলিং,সব ই তো অবিশাষ্য!
সুপারম্যানের মত মাশরাফির ক্যাচ,,তাও ত অবিশাষ্য,,তৃতীয়বারের মতো দলবল নিয়ে মাঠে নামবে এশিয়া কাপের ফাইনালে,,এবার জিতবে তো বাংলাদেশ? তৈরি থাকতে বলেছে বাংলার কাপ্তান, “সব কিছুর জন্য আমরা তৈরি আছি। আপনারও তৈরিও থাকেন। হতে পারে কাল (আজ) ওপেনিং এ এমন কাউকে দেখতে পাবেন যিনি কখনও ওপেনিং করেই নাই।
ধাধা ছুড়ে দিলেন মাশরাফি। নিজে ওপেন করবেন না হয় করাবেন। খুজে বের করুন সেই ধাধার উওর।কে থাকছে ওপেনিং এ। চয়েজ করে ধাধার উওর বাঁছাই করুনঃ-
- মাশরাফি-মিরাজ
 - ইমরুল-মমিনুল
 - সৌম্য- মাশরাফি
 - মিথুন -মিরাজ
 
সব মিলিয়ে বলাই যায় আজকে টপ অর্ডার এবং ফিনিশিং এ চমক থাকছে।
