
চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে অনুষ্টিত হচ্ছে এশিয়া কাপ। এই আসরে এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দলের পাশাপাশি প্লে-অফ থেকে একটি দল খেলার যোগ্যতা অর্জন করবে এশিয়া কাপে খেলার।
বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে অন্য একটি দল খেলবে এশিয়া কাপ-২০১৮ এর মূল পর্বে। কোন দল খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই বাইছাপর্ব শুরু হবে আগামী ২৯ আগস্ট মালয়েশিয়ার মাটিতে।
এবারের এশিয়া কাপের মূলপর্ব খেলতে লড়াই করবে ৬ টি দল। আরব আমিরাত, মালয়েশিয়া, হংকং, নেপাল, ওমান ও সিঙ্গাপুর।
চলুন দেখেনি এশিয়া কাপ বাছাই পর্বের সময়সূচি…
২৯ আগস্ট
১। মালয়েশিয়া-হংকং
২। নেপাল-ওমান
৩। আরব আমিরাত-সিঙ্গাপুর
৩০ আগস্ট
৪। আরব আমিরাত-নেপাল
৫। হংকং-সিঙ্গাপুর
৬। মালয়েশিয়া-ওমান
১ সেপ্টেম্বর
৭। ওমান-সিঙ্গাপুর
৮। মালয়েশিয়া-নেপাল
৯। আরব আমিরাত-হংকং
২ সেপ্টেম্বর
১০। হংকং-ওমান
১১। মালয়েশিয়া-আরব আমিরাত
১২। নেপাল-সিঙ্গাপুর
৪ সেপ্টেম্বর
১৩। মালয়েশিয়া-সিঙ্গাপুর
১৪। আরব আমিরাত-ওমান
১৫। নেপাল-হংকং
৬ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ (গ্রুপ পর্বে প্রথম ও দ্বিতীয় স্থানকারী দলের মধ্য)
এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের মূল পর্ব।
