
এশিয়া কাপের ফাইনালে আজ মাঠে নামে বাংলাদেশ ও ভারত। প্রথমে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতীয় অধিনায়ক। ব্যাটিংয়ে দুর্ধান্ত শুরু করে লিটন ও মিরাজ। তারা দুই জনে মিলে ১২০ রানের জুটি গড়ে ব্যাক্তিগত ৩২ রানে আউট হয় মিরাজ।
মিরাজ আউট হলে মাঠে টিকতে পারেনি কায়েস, মুশফিক, মিঠুন, মাহমুদুল্লাহ। তারা যথাকক্রমে ব্যাক্তিগত ২, ৫, ২, ৪ রান করে আউট হয়। তার কিছুখন পর ব্যাক্তিগত ১২১ রান করে ফিরে যায় লিটন।
লিটনের পর মাঠে টিকতে পারেনি মাশরাফি ও অপু। দুই জনেই রান আউটের ফাঁদে পড়ে। এর পর সৌম্য সরকারও ৩৩ রানে রান আউটের ফাঁদে পরে।
৮৪.৩ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ২২২ রান করে বাংলাদেশ। ভারতকে ২২৩ রান টার্গেট দেয়।
