
রাশিয়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লীগের পর এবার ভিএআর প্রযুক্তির ব্যবহার দেখা যাবে এশিয়া কাপ ফুটবলেও।
আগামী জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ফুটবলে দেখা যাবে ভিএআর প্রযুক্তির ব্যবহার। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) রেফারি কমিটি এই বিষয়ে সায় দিয়েছে। তবে সভা থেকে জানিয়ে দেওয়া হয়, এশিয়া কাপের শুরু থেকে এই প্রযুক্তি ব্যবহৃত হবে না।
কোয়ার্টার ফাইনাল থেকেই শুধু ব্যবহার হবে এই প্রযুক্তির। অর্থাৎ, এশিয়া কাপের শেষ সাতটি ম্যাচে ব্যবহার হবে ভিএআরের প্রযুক্তি।
এশিয়া কাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার প্রসঙ্গে এএফসির সাধারণ সম্পাদক দাতো উইন্ডসর জন বলেন, ‘এশিয়া কাপে ভিএআর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। আসলে এই প্রযুক্তি ব্যবহারের জন্য অনেক কাজ করতে হবে। সেটা অল্প সময়ে সম্ভব নয়। তাই আমরা কোয়ার্টার ফাইনাল থেকে ভিএআর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।’
