চলতি বছরের শেষের দিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে একটি সিরিজ হওয়ার কথা ছিলো কিন্তু ‘আর্থিক’ কারণ দেখিয়ে এ বছরের শেষ দিকে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আইসিসির এফটিপি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের।

ওই সময়টায় অস্ট্রেলিয়ায় ফুটবলের মৌসুম চলবে। অস্ট্রেলিয়ান টেলিভিশন সম্প্রচারকরা ফুটবল মৌসুমের মাঝে তাই ক্রিকেট সিরিজ সম্প্রচারে আগ্রহী নয়।  ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, সফরটি ‘অর্থনৈতিকভাবে ফলপ্রসূ’ হতো না।