চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের প্রতিটি ম্যাচই হবে দুবাইয়ের ফাহাদ আহমদ স্টেডিয়ামে। প্রথম ম্যাচ শুরু হবে ২৪ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২৬ এবং তৃতীয় ম্যাচটি হবে ২৮ অক্টোবর। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

দেখে নিন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড-

  1. অ্যারন ফিঞ্চ (অধিনায়ক),
  2. মিচেল মার্শ (সহ-অধিনায়ক),
  3. অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক),
  4. নাথান কুল্টার নাইল,
  5. অ্যাস্টন অ্যাগার,
  6. ক্রিস লিন,
  7. নাথান লিয়ন,
  8. গ্ল্যান ম্যাক্সওয়েল,
  9. ডি আরকি শর্ট,
  10. বেন ম্যাকডারমট,
  11. বিলি স্ট্যানলেক,
  12. এন্ড্রু টাই,
  13. মিচেল স্টার্ক,
  14. অ্যাডাম জাম্পা।