চলতি বছরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলীয়া। খেলাটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। তাই টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দুবাইয়ে প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আগামী ৭ অক্টোবর। আবুধাবিতে দ্বিতীয় টেস্ট শুরু ১৬ অক্টোবর থেকে। টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়া টেস্ট দল:

  1. টিম পেইন (অধিনায়ক),
  2. অ্যাশটন অ্যাগার,
  3. ব্রেন্ডন ডগেট,
  4. অ্যারন ফিঞ্চ,
  5. ট্রাভিস হেড,
  6. জন হোলান্ড,
  7. ম্যাট রেনশো,
  8. পিটার সিডল,
  9. মিচেল স্টার্ক,
  10. উসমান খাজা,
  11. মার্নাস ল্যাবাসচাগনি,
  12. নাথান লায়ন,
  13. মিচেল মার্শ,
  14. শন মার্শ,
  15. মিখায়েল নাসের।