
জার্মানির কাছে কিছুদিনের জন্য শীর্ষস্থানটি হারালেও তা ফিরে পেতে বেগ পেতে হয়নি ফুটবল জায়ান্ট ব্রাজিলের। চিলির বিপক্ষে কনফেডারেশনস কাপের শিরোপা জয়ের পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছিল জার্মানি।
তবে ফিফার হালনাগাদ র্যাংকিংয়ে জার্মানিকে টপকে ১৬০৪ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে এসেছে পাঁচ বারের বিশ্বকাপ জয়ীরা।ব্রাজিলের উত্থানে স্বাভাবিকভাবেই দুই নম্বর অবস্থানে নেমে গেছে জার্মানি।
তবে তিন নম্বর স্থানটি ধরে রেখেছে রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় থাকা আর্জেন্টিনা। বিশ্বকাপের দৌঁড়ে লিওনেল মেসির দলের অবস্থান এখন ৫ নম্বরে।
ফিফা র্যাংকিংয়ে একধাপ করে উন্নতি হয়েছে সুইজারল্যান্ড (৪), পোল্যান্ড (৫) ও বেলজিয়ামের (৯)। অন্যদিকে দুই ধাপ নিচে নেমে পর্তুগাল (৬) এবং এক ধাপ নিচে নেমে ফ্রান্স (১০) নম্বরে চলে এসেছে। এছাড়া চিলি (৭) ও কলম্বিয়া (৮) আগের অবস্থান ধরে রেখেছে। এছাড়া বাংলাদেশ ১৯০তম স্থান থেকে একধাপ এগিয়েছে।
