বাংলাদেশ প্রিমিয়ার লীগেরে এবারের আসর বেশ জনপ্রিয়াতা লাভ করেছে। তাই সবার চোখ এখন বিপিএল ২০১৭ পঞ্চম আসরের শিরোপা দিকে।  কার হাতে উঠবে শিরোপা। মাশরাফি হাতে নাকি সাকিবের হাতে উঠবে পঞ্চম শিরোপা।

নাকি প্রথম বারের মত হাতের উঠতে যাচ্ছে তামিমের হাতে।  বাংলাদেশ প্রিমিয়ার লীগে মাশরাফির হাত ধরে টানা ১ম ও ২য় শিরোপা পায় ঘরে তুলে ঢাকা। এরপর তৃতীয় আসরে সবাইকে অবাক করে শিরোপা অর্জন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তৃতীয় আসরে মাশরাফির অসাধারণ নেতৃত্বে তারকা বিহীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা অর্জন করে।    ফলে মাশরাফির হাত ধরেই আসে বিপিএলের তিনটি শিরোপা। অধিনায়ক হিসেবে চারটি শিরোপার তিনটিই মাশরাফির হাত ধরে আসায়, এখন পর্যন্ত শিরোপা জিতা অধিনায়ক হিসেবে মাশরাফিই সবার শীর্ষে।

ঢাকা ডায়নামাইটসের ১-৮ নম্বর পর্যন্ত ব্যাটিং লাইনাফ থাকায় যেকোন সময় যে কেউই ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে। তাই পঞ্চম শিরোপা ঢাকার সম্ভাবনাই বেশী।