
আজ হংকং এর বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচকে সামনে রেখে নতুন মাইফলকের সামনে বাবর আযম। আর মাত্র ২৭ যোগ হলেই ওয়ানডে ক্রিকেটে ২ হাজার রানের ক্লাবে পা রাখবেন।
এর আগে ৪৬ ওয়ানডেতে ৪৪ ইনিং ব্যাট করে ৫৪.৮১ গড়ে রান সংগ্রহ করেছে ১৯৭৩। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস ১২৫। তার ভিতর ১০০+ রানের ইনিংস খেলেছে ৮টি ও ৫০+ রান করেছে ৭টি।
ওয়ানডে ক্রিকেটে বাবর আযমের হাত থেকে চার এসেছে ১৫৮টি ও ছয়ের মার আছে ১৯টি। আর মাত্র ২৭ রান করলেই দুই হাজার রানের ক্লাবে চলে যাবে বারর আযম।
