
বর্তমান সময়ে পাকিস্তানের সফল ব্যাটসমান বাবর আজম। এবার সেই সফলতাকে কাজে লাগিয়ে হাসিম আমলার রেকর্ড ভাঙ্গলেন বাবর আজম ।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই রান পাচ্ছেন বাবর আজম। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির জন্য ১৬ মাস তাকে অপেক্ষা করয়ে হয় এবং ১৬ ম্যাচ সেঞ্চুরিরর দেখা পায়। টানা তিন সেঞ্চুরি দিয়ে অপেক্ষা ফুরোয় তার। এরপর খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি এই তরুণ উদীয়মান ব্যাটসম্যান।
সোমবার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন বাবর। সবচেয়ে কম ইনিংস খেলে সাতটি সেঞ্চুরি করার মাইলফলক গড়েন এই টপঅর্ডার ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি (১০৩) করেন বাবর। তবে সোমবারের সেঞ্চুটির গুরুত্ব তার কাছে একটু বেশিই। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে একাই টেনে তোলেন তিনি। অবশ্য সঙ্গী হিসেবে পান শাদাব খানকে। সপ্তম উইকেটে শাদাবকে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন বাবর। আর তাতে করে ২১৯ রানের পুঁজি পায় পাকিস্তান।
২০১৫ সালের মে মাসে ওয়ানডেতে অভিষেক হওয়া বাবর প্রথম সেঞ্চুরি পান গত বছরের সেপ্টেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি সেঞ্চুরি করেন তিনি। এরপর চলতি বছরের জানুয়ারি তিন ম্যাচ খেলে করে দুটি সেঞ্চুরি। আর শ্রীলঙ্কার বিপক্ষে পান টানা সেঞ্চুরি।
ক্যারিয়ারের প্রথম সাত সেঞ্চুরি করতে হাশিম আমলা খেলে ছিলো ৪১ ম্যাচ। সোমবার ৩৩তম ম্যাচেই সপ্তম সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানকে ছাড়িয়ে রেকর্ড গড়েন বাবর।
