মালয়েশিয়াতে এশিয়াকাপ টি২০ তে পাকিস্তানের পর এবার শক্তিশালী ভারত মহিলা দলকে ৭ উইকেটের বিশাল ব্যাবধানে হারালো বাংলাদেশ মহিলা দল। প্রথমে ব্যাট করতে নেমে নাহিদা, রুমানাদের নিয়ন্ত্রিত বোলিং এ ১৪১ রানের ফাইটিং স্কোর গড়ে ভারত। রুমানা একাই নেন ৩ উইকেট।

জবাবে শামিমা সুলতানার ব্যাটে ভর করে দারুন শুরু করে বাংলাদেশের মেয়েরা। শামিমা করেন ৭ চারের বিনিময়ে মাত্র ২৩ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস।

পরে ফারজানা হক ও রুমানা আহমেদের দায়িত্বশীল ব্যাটিংএ ৯১ রানের পার্টনারশিপে চড়ে দারুন জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

ফারজানা করেন ৪৬ বলে ৫২ রান। রুমানা করেন ৩৪ বলে ৪২ রান। দুজনই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ফলে অলরাউন্ডিং পার্ফমেন্সের জন্য ম্যাচ সেরাও হন রুমানা আহমেদ।