
চলতি মাসের ১৮ তারিখ ঢাকায় আসার কথা অস্ট্রেলীয়া ক্রিকেট দলের । টেস্ট সফরের সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও এখন প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে অস্ট্রেলিয়া। দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো নারায়নগঞ্জের ফতুল্লায়। কিন্তু বৃষ্টির কারণে ফতুল্লা স্টেডিয়াম পানিতে তলিয়ে যাওয়ায় ওই মাঠে ম্যাচের আয়োজন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপিও নাকি ‘পছন্দ’ নয় অস্ট্রলিয়ার ।
ফতুল্লা স্টেডিয়ামের বাহিরের এলাকা পুরোপুরি নোংরা পানিতে নিমজ্জিত। অস্ট্রেলিয়া আসার আগে সব কিছু ঠিকঠাক কর সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়। যে কারণে বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে ভেবে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দুরত্বের কথা ভেবে কেএসপিতে যেতে রাজী নয় অস্ট্রেলিয়া । বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচের বিকল্প ভেন্যু হিসেবে আমরা বিকেএসপিকে নিয়ে ভেবে রেখে ছিলাম।
কিন্তু এটার দূরত্ব নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, এটা এক ঘণ্টার মতো জার্নি, এটা সম্ভব না। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে, সেখানে তারাতারি নেয়ার পথ আছে কিনা। আর তার বিকল্প হিসেবে অন্য কোন জায়গায় খেলানো যায় কিনা। বিষয়টা নিয়ে সত্যিই আমরা একটু দুশ্চিন্তায় আছি। ‘
বিসিবি সভাপতি আরও বলেন, বিকেএসপির পরিবর্তে সিলেটে এবং ঢাকার অন্য কোনো স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ আয়োজনের বিকল্প দুটি প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। পাশাপাশি ফতুল্লাকে প্রস্তুত করার জন্য জোর প্রচেষ্টা চলছে বলে তিনি জানান। শেষ পর্যন্ত ফতুল্লাতে ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি। তাছাড়া বিকল্প প্রস্তাব দিয়ে অজিদের রাজী করানোর চেষ্টা চলছে।
