
চলতি বছরে ভারত সফর করবে টাইগারবাহিনী। আর বাংলাদেশের এই ভারত সফরের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সূচি অনুযায়ী আগামি নভেম্বরে ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লীতে। রাজকোটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। আর তৃতীয় ও শেষ ম্যাচের ভেন্যু নাগপুর।
টেস্ট সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ইন্দোর ও কলকাতায়। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ভারতের ঘোষিত সূচিতে বাংলাদেশ ছাড়াও উইন্ডিজ, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফর রয়েছে। তবে মৌসুমে বাংলাদেশের বিপক্ষেই সবার আগে সিরিজ খেলবেন বিরাট কোহলিরা, অর্থাৎ বাংলাদেশই সবার আগে পাবে আতিথ্য।
বাংলাদেশের ভারত সফরের সূচি :
টি-টোয়েন্টি সিরিজ:
৩ নভেম্বর- প্রথম টি-টোয়েন্টি- দিল্লী
৭ নভেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি- রাজকোট
১০ নভেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি- নাগপুর
টেস্ট সিরিজ:
১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা
