চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার উদ্দেশ্যে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচের পর ২৭ আগস্ট মিরপুর স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচ টেষ্ট সিরিজে ২য় টেষ্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। বৃষ্টির কারনে প্রথম টেস্ট ম্যাচ মাঠে না হওয়ার সম্ভব্যনা বেশি। বাংলাদেশের আবহাওয়া অফিসের এক কর্মকর্তা ফোনে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আজ সকাল থেকে আগামী১০ দিন সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভব্যনা রয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে! ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি চট্টগ্রাম টেস্টও বৃষ্টির কবলে পড়তে পারে।

উল্লেখ্য, ২০০৬ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসে টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১১ সালে বাংলাদেশ সফরে আসলেও সেবার শুধু ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া।