
আগামী কাল২৭ তারিখ শুরু হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। কিন্তু টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই মাঠের ক্রিজ নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যাপক অভিব্যাক্তির। কোন ক্রিজে খেলা হবে তা জানে না অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। আর সফরকারী অস্ট্রেলিয়ার জন্য বর্তমানে সবচেয়ে বড় শঙ্কার নাম এই উইকেট’। কেননা উপমহাদেশের কন্ডিশনে দলটির একটু দুর্বলতা তো আছেই, অজি ব্যাটসম্যানরা নাজুক স্পিনের বিপক্ষেও।
সতীর্থ ব্যাটসম্যানদের সহায়তার জন্যই হয়ত বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে একটু সাহায্য চেয়েছিলেন অস্ট্রেলীয় স্পিনার নাথান লায়ন। কিন্তু লায়নকে প্রত্যাখান করেছেন হাথুরুসিংহে! ঘটনাটি ঘটেছে গতকাল রাতে।
গতকাল অস্ট্রেলিয়া ক্রিকেটারদের নিয়ে এক অনুষ্ঠান আয়োজন করে অস্ট্রেলিয়া হাই কমিশনার। আর সেই অনুষ্ঠানে অথিতি হিসেবে হাজির থাকেন বাংলাদেশের কোচও। আর বাংলাদেশের কোচকে সামনে পেয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মনে করেছিল এখনি সুযোগ যা কিছু আদায় করে নেওয়া যায়। কিন্তু তা ভুল প্রমাণিত করেন বাংলাদেশের কোচ হাথুরেসিংহে।
 নাথান লায়ন হাতুরেসিংহের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ‘কোন ক্রিজে খেলা হবে?’ আর তা জেনেও হাতুরেসিংহে বলে দিলেন ‘জানি না। ‘
উল্লেখ্য যে, নিউ সাউথ ওয়েলসের হয়ে লায়ন খেলার সময় তার কোচ ছিলেন হাথুরেসিংহে।
