বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

আগামী ২৮ সেপ্টেম্বর পোচেফস্ট্রুমে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। আর এই ১৩ সদস্যের দলে নেই এবি ডি ভিলিয়ার্স, স্টেইন, মরিস ও ফিলান্ডারের মত খেলোয়াড়রা। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের দলে আছে নতুন মুখ ওপেনার ব্যাটসম্যান এডেন মার্করাম। এছাড়া দলে ফিরেছেন পেসার অলরাউন্ডার ওয়েন পারনেল।

১৩ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলঃ

১) ফাফ ডু-প্লেসিস (অধি)

২) হাশিম আমলা,

৩) ডি-কক,

৪) বাভুবা,

৫) থেনিস ডি ব্রুয়েন,

৬) ডিন এলগার,

৭) কাসাভ মহারাজ,

৮) এডিন মার্করাম,

৯) মর্নে মর্কেল,

১০) অলিভিয়ার,

১১) পার্নেল,

১২) আন্দিলে ফিলুকাওয়ায়ো,

১৩) কাগাসু রাবাদা।