
চলতি বছররের মার্চ মাসে শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। আর এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। এই সিরিজের অন্য দল ভারত।
শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ ত্রি-দেশীয় টি২০ সিরিজের সময়সূচী—
৮ মার্চ– শ্রীলংকা বনাম বাংলাদেশ
১০ মার্চ– শ্রীলংকা বনাম ভারত
১২ মার্চ– বাংলাদেশ বনাম ভারত
১৪ মার্চ– শ্রীলংকা বনাম বাংলাদেশ
১৬ মার্চ– বাংলাদেশ বনাম ভারত
১৮ মার্চ– শ্রীলংকা বনাম ভারত
২০ মার্চ– ফাইনাল
সবগুলা ম্যাচ কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০ টায়।
