২০১৮ সালের শুরুতেই জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।  ২০১০ সালে বাংলাদেশ সবশেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে। আট বছর পর ত্রিদেশীয় সিরিজের আয়োজক বাংলাদেশ।

এবার জানুয়ারির ১৫ তারিখ বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। মূল ম্যাচে মাঠে নামার আগে জিম্বাবুয়ে দল বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় আসবে ১০ জানুয়ারি। শ্রীলংকা ঢাকায় আসবে ১৩ জানুয়ারি।

একনজরে দেখেনিন বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি :

১৩ জানুয়ারিঃ বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ে একাদশ, প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি-৪)  ১৫ জানুয়ারিঃ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

১৭ জানুয়ারিঃ শ্রীলংকা বনাম জিম্বাবুয়ে

১৯ জানুয়ারিঃ বাংলাদেশ বনাম শ্রীলংকা

২১ জানুয়ারিঃ শ্রীলংকা বনাম জিম্বাবুয়ে

২৩ জানুয়ারিঃ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

২৫ জানুয়ারিঃ বাংলাদেশ বনাম শ্রীলংকা

২৭ জানুয়ারিঃ ফাইনাল।

সব গুলো ম্যাচ হবে মিরপুর।