
চলতি বছর বেশ খারাপই কেটেছে টাইগারদের জন্য। অবশ্য অর্জনও কিছু কম নয়। শততম টেস্টে জয়লাভ করেছে এ বছরই। তবে জয়-পরাজয়ের হিসেবটা দেখলে মনটা খারাপ হওয়া স্বাভাবিক। ক’দিন বাদে বিদায় নেবে ২০১৭। আসবে নতুন বছর। ২০১৮’কে স্বাগতম জানানোর আগে পেছনের দিকে একবার ফিরে তাকানো যাক।
২০১৭ সালে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে মোট ৩০টা ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ৭টি জয়লাভ, পরাজয় ২০টি, বাকি ৩ ম্যাচ হয়ে ড্র।
চলুন দেখে নিই এক নজর:
টেস্ট: ৯ ম্যাচে ২ জয়, ৭ হার ।
ওয়ানডে: ১৪ ম্যাচে ৪ জয়, ৭ হার,ও ৩ ড্র ।
টি-টোয়েন্টি: ৭ ম্যাচে ১ জয়, ৬ হার।
