
বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। বাংলার মানুষ ক্রিকেট খায়, ক্রিকেটে ঘুমায়, বলা যায় ক্রিকেট প্রেমী দেশ। যখন বাংলাদেশের ক্রিকেট খেলা হয় তখন শ্রমজীবী মানুষ গুলো সকল কাজ ফেলে রেখে খেলা দেখায় ব্যাস্ত থাকে। এমন কি রিকশাচালক পর্যন্ত রাস্তার পাশে দোকানে খেলা দেখে। সে সময় ৫০ টাকার ভারা ৫০০ টাকা দিলেও নিতে রাজি হয় না। এতটাই ক্রিকেট পাগল বাঙ্গালী। সেই ক্রিকেট পাগল দের জন্য দেওয়া হলো বাংলাদেশের ২০১৮ সালের সিরিজের সূচী ।
২০১৮ সালে সম্ভাব্য সিরিজ গুলো হলো :
–জানুয়ারীঃ শ্রীলংকা, জিম্বাবুয়ে সাথে ত্রিদেশীয় সিরিজের খেলা চলছে । ত্রিদেশীয় সিরিজ শেষ হলে ৩১ জানুয়ারি শ্রীলংকার সাথে ২টি টেস্ট, ১ টি টুয়েন্টি খেলবে।
.ফেব্রুয়ারীঃ বাংলাদেশ, ভারত, জিম্বাবুয়ে ট্রাই নেশন। (৭ ওয়ানডে মোট) তারপর জিম্বাবুয়ের সাথে ২ টা টেস্ট।.
মার্চঃ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা নিদাহাস কাপ (৭ টা টি টুয়েন্টির ট্রাই নেশন).
এপ্রিলঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ১ থেকে ২টি টি টুয়েন্টি)-
উল্লেখ্য : সব কিছু ঠিক থাকলে এই ব্যস্ত সূচি অনুযায়ী খেলতে হবে টাইগারদের। আশা করি বাংলাদেশ ভালো করবে এবং ইনজুরি মুক্ত থাকবে সব প্লেয়ারেরা। শুভকামনা রইলো টাইগারদের জন্য।
