আমাদের সাথেই কেন এমন হয় কেন। ২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল ম্যাচ জিততে জিততে হেরে গেলাম। শেষ মুহুর্তে কঠিন ম্যাচ সহজ করে জয়লাভ ফেললো শ্রীলংকা। আর আমরা কিছুই করতে পারলাম না, চেয়ে চেয়ে দেখলাম। আমাদের কাপ জিতার স্বপ্ন থেকেই গেল।

আবারও ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে জিতেই গেছিলাম। কিন্তুু শেষ পর্যন্ত দেখা গেলো আমরা দুই রানে হারলাম। সেই দুই রানের হারের কথা মনে পড়লে এখনও চোখে পানি চলে আসে।

২০১৬ সাল এশিয়া কাপের ফাইনালে আবারও পরাজয়। টার্গেট খুব একটা খারাপ ছিলোনা না। তবে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলাম। কাপ নেওয়া হলো না। সেই স্বপ্নভঙ্গ হয়ে গেল।

আর ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজ ফাইনাল ম্যাচ ২০০৯ সালের সেই শ্রীলংকার কাছে পরাজয়। পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য বাংলাদেশ। তবে ফাইনালে এসে পরাজয় বরণ করতেই হলো।

আজকের ম্যাচ হারের দায় কাদের।? ব্যাটসম্যানদের নাকি বোলারদের। শুরুতে আর শেষে তো ভালোই বল করা হলো। তার পর ২২১ রানের পুজি পেয়ে গেল শ্রীলংকা। আর বাংলাদেশর ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় দেখালো একে একে বিদায় নেওয়া শুরু করলো। রিয়াদ যাও আশা দেখিয়েছিল তাও কাজ হলো না।

যাইহোক আমরা কি কোনো দিনই ট্রফি জিততে পারবো না। এইভাবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে হেরে যাবো। অন্তত মাশরাফি হাতে একটা ট্রফি দেখতে চেয়েছিলাম। তাও হয়তো দেখায় ভাগ্য হবে না।